রাজশাহী সোমবার, ৯ই ডিসেম্বর ২০২৪, ২৬শে অগ্রহায়ণ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু


প্রকাশিত:
৯ জানুয়ারী ২০২২ ০৯:০৬

আপডেট:
৯ ডিসেম্বর ২০২৪ ১৬:৩২

প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রলি ও ট্রাকের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। শনিবার (৮ জানুয়ারী) দুপুর ২ টার দিকে শিবগঞ্জ উপজেলার বহালাবাড়ি মোড়ে এ দূর্ঘটনা ঘটে।

নিহত যুবক ট্রলির যাত্রী ও গোমস্তাপুর উপজেলার চৌডালা গ্রামের আনারুল ইসলামের ছেলে আলিউল (৩৫)।

স্থানীয় ও থানা পুলিশ সুত্রে জানা যায়, ধান ভর্তি একটি ট্রলি সোনামসজিদগামী একটি ট্রাকের (রাজ মেট্রো -ট ১১-০২৬৮) পিছনে ধাক্কা দিলে ট্রলির ডান পাশে বসে থাকা ধানের মালিক আলিউল ঘটনাস্থলেই মারা যান। ঘটনাস্থলে পুলিশ যাওয়ার আগেই নিহতের পরিবারের লোকজন লাশ বাড়ি নিয়ে চলে যায়। ট্রাক ও ট্রলি ঘটনাস্থলে থাকলেও ঘটনার পর থেকেই ট্রাক ও ট্রলি চালক পলাতক রয়েছে।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দূর্ঘটনা বিষয়ে শিবগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

 

 

 

আরপি/এসআর-১১



আপনার মূল্যবান মতামত দিন:

Top