চাঁপাইনবাবগঞ্জে ১ হাজার ইয়াবাসহ আটক ৫

ছবি: সংগৃহীত
মাদকবিরোধী অভিযানে ৩ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ১ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা।
গ্রেফতারকৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কমলাকান্তপুর বিশ্বাসপাড়া মহল্লার মো. একরামুলের ছেলে মো. শান্ত (২২) ও কমলাকান্তপুরের মো. রইস উদ্দীনের ছেলে মো. রকনুত জামান ওরফে ডলার (৩৭)।
ডিএনসি চাঁপাইনবাবগঞ্জ জেলার সহকারী পরিচালক আনিসুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে কমলাকান্তপুরের এক বাড়িতে অবিযান চালিয়ে তাদের আটক করেন।
আরপি/এমএইচ
আপনার মূল্যবান মতামত দিন: