চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত এক

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে একজন নিহতের অভিযোগ পাওয়া গেছে।
নিহত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ঢুলিপাড়া গ্রামের আবু তাহেরের ছেলে মোহাম্মদ ইব্রাহিম হোসেন।
স্থানীয় ওয়ার্ড সদস্য মুনিরুল ইসলাম নিহতের পরিবারের সদস্যদের উদ্বৃতি দিয়ে জানান, মঙ্গলবার রাত সাড়ে ৪টার দিকে আজমতপুর সীমান্ত ফাঁড়ি এলাকা দিয়ে ইব্রাহিম ভারতে যাওয়ার সময় বিএসএফ সদস্যদের গুলিতে আহত হয়। গুলিবিদ্ধ ইব্রাহিমকে বিএসএফ সদস্যরা উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
এদিকে শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানান, আজমতপুর সীমান্তে ভারতীয় ভূখণ্ডে একজনের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। তবে বিষয়টি নিশ্চিত করতে পারবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এ ব্যাপারে বিজিবির পক্ষ থেকে গণমাধ্যমের কাছে আনুষ্ঠানিকভাবে ঘটনার সত্যতা স্বীকার করা হয়নি।
আরপি/এসআর-০৪
বিষয়: বিএসএফ চাঁপাইনবাবগঞ্জ গুলিবিদ্ধ
আপনার মূল্যবান মতামত দিন: