চাঁপাইনবাবগঞ্জ সদরের জনপ্রতিনিধিদের বরণ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের বিদায় এবং নব-নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন চাঁপাইনবাবগঞ্জ সদরের আয়োজনে সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য হারুনুর রশীদ।
অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা পরিষদের বিদায়ী চেয়ারম্যান মোখলেশুর রহমান, নব-নির্বাচিত চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, নবাবগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সুলতানা রাজিয়া, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম,বিদায়ী ভাইস চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ সোহরাব আলী, নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন সুলতানা প্রমুখ।
আরপি/আআ
বিষয়: চাঁপাইনবাবগঞ্জ উপজেলা পরিষদ বরণ
আপনার মূল্যবান মতামত দিন: