রাজশাহী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১

শিবগঞ্জে সোয়া ৩ লাখ টাকার হেরোইন উদ্ধার


প্রকাশিত:
২৯ অক্টোবর ২০২১ ০৯:৩০

আপডেট:
২৬ এপ্রিল ২০২৪ ১৮:৫৭

ছবি: উদ্ধারকৃত হেরোইন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনা মসজিদ সীমান্ত এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় এই অভিযান পরিচালনা করে বিজিবি-৫৯। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মো. আমীর হোসেন মোল্লা বিষয়টির সত্যতা নিশ্চিত করে বৃহস্পতিবার রাত ৯টায় এক প্রেস বিজ্ঞপ্তীর মাধ্যমে জানিয়েছেন, নিজস্ব তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ব্যাটালিয়নের সোনামসজিদ বিওপির সুবেদার মো. হাফিজুর রহমানের নেতৃত্বাধীন টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৪/৪-এস হতে ৮ শত গজ বাংলাদেশের অভ্যন্তরে কমলাবাড়ী আমবাগানে বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মালিক বিহীন ৩ লক্ষ ৩০ হাজার টাকার ১৬৫ গ্রাম হেরোইন উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি সদস্যরা।

উদ্ধারকৃত হেরোইনের ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তীতে জানানো হয়।

 

 

আরপি/এসআর-২০



আপনার মূল্যবান মতামত দিন:

Top