রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ


প্রকাশিত:
১৪ নভেম্বর ২০১৯ ০১:৫১

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১১:৫০

ছবি:  শিক্ষার্থীদের মাঝে  বিতরণকৃত  বাইসাইকেল

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেছেন। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার রানীহাটি ইউনিয়ন রামচন্দ্রপুর হাটের কৃষ্ণগােবিন্দপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে বাইসাইকেল বিতরণ করা হয়। বিদ্যালয়ের ১২ জন দরিদ্র ছাত্রীর হাতে বিনামূল্যে বাইসাইকেল তুলে দেয়া হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক।
তিনি বলেন, ‘নারীদের আর্থ সামাজিক উন্নয়নে বর্তমান সরকার নানামূখী পরিকল্পনা গ্রহণ করেছে। দেশের জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী, সেই নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে সরকার। তারা যেন কুসংস্কারে আবদ্ধ না থাকে।’

তিনি আরাে বলেন, বাল্যবিবাহ এ অঞ্চলে সবচেয়ে বেশী। একটি শিক্ষার্থীও যাতে ঝরে পড়ে না যায়, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। মেয়েরা সচেতন হলেই বাল্যবিবাহ বন্ধ করা সম্ভব।

এর আগে ভিক্ষুক পুনর্বাসনের লক্ষে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলার রানীহটি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক।
সভায় আছিয়া খাতুন নামে এক নারী সরকারের অনুদান নিয়ে তার কর্মপরিকল্পনার কথা জনিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।


এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মাে. আলমগীর হােসেন ও রানীহাটি ইউপি চেয়ারম্যান মোঃ মহসিন আলী।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top