চাঁপাইবাবগঞ্জ সীমান্তে সোয়া কোটি টাকার ইয়াবা জব্দ

চাঁপাইবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমান আমদানী নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা। সোমবার রাতে এই অভিযান পরিচালনা করে বিজিবি-৫৯। তবে অভিযানে কাউকে আটক করতে পারেনি বিজিবি।
এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মো. আমীর হোসেন মোল্লা বিষয়টির সত্যতা নিশ্চিত করে মঙ্গলবার সকাল সোয়া ৯ টায় এক প্রেস বিজ্ঞপ্তীর মাধ্যমে জানিয়েছেন, নিজস্ব তথ্যের ভিত্তিতে সোমবার দিবাগত গভীর রাত সাড়ে ১১ টায় ব্যাটালিয়নের অধিনায়কের নেতৃত্বে সহকারী পরিচালক মুহাম্মদ জামাল উদ্দীনসহ কিরণগঞ্জ বিওপির সদস্যবৃন্দ সীমান্ত পিলার ১৭৯/১-এস হতে ১ শত গজ বাংলাদেশের অভ্যন্তরে জমিনপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ১ কোটি ২৮ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের মালিক বিহিন ৩২ হাজার ১ শত পিস আমদানি নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত ইয়াবার বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন অধিনায়ক।
আরপি/এসআর-১০
বিষয়: ইয়াবা চাঁপাইনবাবগঞ্জ
আপনার মূল্যবান মতামত দিন: