চাঁপাইনবাবগঞ্জে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন
চাঁপাইনবাবগঞ্জে “মাদককে না বলুন, সন্ত্রাস মুক্ত সমাজ গড়ুন” স্লোগানে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের বালুচর লর্জদ্দিন শিশু ক্লাব ও গ্রামবাসী এই মানববন্ধনের আয়োজন করে।
সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলার কানসাট ইউনিয়নের বালুচর কুটুবাজরে এলাকায় মন্ত্রী মার্কেটের সামনে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় মানববন্ধনে আগত বক্তারা বলেন, বালুচর কুটু বাজার এলাকায় ভগুরুদ্দিনের ছেলে কেম আলী, মেনাল, বাবুল হোসেন, কেম আলীর স্ত্রী পান্না, ছেলে নাসির, সাহেব আলী, মৃত সফিকুলের স্ত্রী প্রকাশ্যে মাদক বিক্রয় করে আসছে। আর এসব মাদক কারবারীদের দৌরাত্ম এতটাই বেশি যে তাদের বিরুদ্ধে কথা বলতে গেলে তারা মাদক দিয়ে ফাঁসিয়ে দেয়া ও প্রাণনাশ সহ বিভিন্ন ধরনের হুমকী দিচ্ছে। তারা নানা ফন্দি ফিকির করে প্রশাসনকে ম্যানেজ করে এই কার্যক্রম চালাচ্ছে বলে জানান বক্তারা।
এছাড়া এই মাদক কারবারীরা লর্জদ্দির শিশু ক্লাবের জমি জবর দখল করে বসবাস করে এলাকার পরিবেশকে উত্তপ্ত করে রেখেছে। আর তাই আজ ১৮ অক্টোবর সোমবার বাঙ্গালী জাতীর জণক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অতি আদরের সন্তান শিশু রাসেলের জন্মদিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট মাদক কারবারীদের কাছ থেকে লর্জদ্দির শিশু ক্লাবের জমি উদ্ধারসহ এলাকাকে মাদক মুক্ত করার দাবী জানান মানববন্ধনে আগত এলাকাবাসী। ঘন্টাব্যাপি চলা এই মানববন্ধনে বালুচর গ্রামের কয়েকশত নারী পুরুষ উপস্থিত ছিলেন।
আরপি/এসআর-০৯
বিষয়: চাঁপাইনবাবগঞ্জ মানববন্ধন
আপনার মূল্যবান মতামত দিন: