দুর্গাপূজা উপলক্ষে জাগো নারী বহ্নিশিখার খাদ্য সহায়তা প্রদান
-2021-10-11-00-14-29.jpg)
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে ২৬ টি গরীব হিন্দু পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে নারীদের সংগঠন জাগো নারী বহ্নিশিখা। রোববার বিকেল সাড়ে পাঁচটায় পৌর এলাকার শিবতলা মহল্লায় এই সহায়তা দেয়া হয়। খাদ্য সহায়তার মধ্যে ছিল আটা, চিনি, তেল, সুজি ও বুন্দিয়া।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক ফারুকা বেগম, সদস্য সচিব মনোয়ারা খাতুন, সদস্য গৌরী চন্দ, ছবি রানী সাহা, লিপি রায়, মনসুরা বেগম, শিরিন বেগম প্রমূখ।
সদস্য সচিব মনোয়ারা খাতুন বলেন, জাগো নারী বহ্নিশিখার উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও দূর্গাপূজা উপলক্ষে গরীব হিন্দু সম্প্রদায়ের পরিবারের মাঝে এ সহায়তা দেয়া হলো। স্বল্প সামর্থ্য নিয়েও এ উৎসবে তাদের পাশে থাকার একটি ছোট প্রয়াস আমাদের।
আরপি/এসআর-০২
আপনার মূল্যবান মতামত দিন: