চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায়
আম বাগান থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রাণীহাটি ইউনিয়নের উপর ধুমি হায়াতপুর গ্রামের একটি আমবাগান থেকে মানসিক প্রতিবন্ধী এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে নবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ।
নিহত যুবক জেলার সদর উপজেলার রাণীহাটি ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের মো. রেজাউল কালুর ছেলে ঈশা আলী (২২)।
এ বিষয়ে স্থানীয়দের বরাত দিয়ে নবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানিয়েছেন, ঈশা ওই এলাকায় পাগল বলে পরিচিত। বৃহস্পতিবার ভোরে স্থানীয়রা এলাকার একটি কবর স্থানের পাশের আম বাগানের ডোবায় উলঙ্গ অবস্থায় ওই প্রতিবন্ধী পাগলের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে সদর থানার ওসি (তদন্ত) মিন্টু রহমান রক্তাক্ত মরদেহটি উদ্ধার করে নবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে নিয়ে আসে। আর এটি হত্যা নাকি হার্ট এ্যাটাকে মৃত্যু তা ময়নাতদন্ত শেষে বলা যাবে।
আরপি/এসআর-১৩
আপনার মূল্যবান মতামত দিন: