চাঁপাইনবাবগঞ্জ
শিবগঞ্জে পুলিশের অভিযানে ৭০ বোতল ফেন্সিডিলসহ আটক ২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পুলিশের অভিযানে ৭০ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে আটক করা হয়েছে। গতকাল বুধবার (৬ নভেম্বর) ধোপপুকুর যাত্রী ছাউনি সংলগ্ন এলাকা থেকে তাদেরকে আটক করে শিবগঞ্জ থানা পুলিশ।
আটককৃতরা হলেন, শিবগঞ্জের গাজীপুর এলাকার মোস্তফার ছেলে আলমগীর হোসেন ও মৃত গেদু মন্ডলের ছেলে আশরাফুল ইসলাম।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের ফেসবুক পেইজ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জেলা পুলিশ জানায়, বুধবার ধোপপুকুর যাত্রী ছাউনির পশ্চিম পাশে অভিযান চালায় শিবগঞ্জ থানা পুলিশ।এসময় ৭০ বোতল ফেনসিডিলসহ আলমগীর হোসেন ও আশরাফুল ইসলামকে আটক করা হয়।
তাদের বিষয়ে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
আরপি/এসআর
আপনার মূল্যবান মতামত দিন: