চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গাঁজার গাছ ও ফেনসিডিল উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ ও শিয়ালমার সীমান্তে পৃথক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে গাঁজার গাছ ও ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা।
এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মো. আমীর হোসেন মোল্লা বিষয়টির সত্যতা নিশ্চিত করে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন, আরআইবির তথ্যের ভিত্তিতে বুধবার ভোর পৌণে ৬টায় শিয়ালমারা বিওপির নায়েব সুবেদার মো. মাসুদ রানার নেতৃত্বে টহল দল সীমান্ত পিলার ১৮৬/৪-এস হতে ৮শত গজ বাংলাদেশের অভ্যন্তরে শিয়ালমারা কমিউনিটি ক্লিনিকের পূর্ব পার্শ্বে শিয়ালমারা গ্রামে অভিযান পরিচালনা করে ১৯ হাজার ৬ শত টাকার ৪৯ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করতে সক্ষম হয়।
ছবি: উদ্ধারকৃত ফেনসিডিল
এর আগে একই দিন গভীর রাত আড়াইটায় নিজস্ব তথ্যের ভিত্তিতে সোনামসজিদ বিওপির হাবিলদার মো. শহিদুল ইসলামের নেতৃত্বাধীন টহল দল সোনামসজিদ বিওপির সীমান্ত পিলার ১৮৪/৫-এস হতে ৩ কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে আড়গাড়া হাট এলাকার বাঘবাড়ী গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে সমশের আলী ছেলে শফিকুল ইসলাম ভোলার (৩৫) বসতবাড়ীর ভিতরের আঙ্গিনা হতে ৩১ হাজার ৫ শত টাকা মূল্যের ৯ কেজি ওজনের ১টি গাঁজার গাছ উদ্ধার করতে সক্ষম হয়। তবে এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে শফিকুল পালিয়ে যায়।
পরে উদ্ধারকৃত ফেনসিডিল ও গাঁজার গাছসহ পলাতক আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আরপি/এসআর-০৯
বিষয়: চাঁপাইনবাবগঞ্জ গাঁজার গাছ ফেনসিডিল
আপনার মূল্যবান মতামত দিন: