রাজশাহী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ


প্রকাশিত:
২৬ এপ্রিল ২০২১ ০২:৩৮

আপডেট:
২৬ এপ্রিল ২০২১ ০২:৪০

ছবি: ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

রবিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের ব্যবস্থাপনায় এসব বিতরণ করা হয়। এ সময় সদর উপজেলা চেয়ারম্যান মো. তসিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে এসব উপকরণ তুলে দেন। বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সদর উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল ইসলাম সরকার, উপজেলা কৃষি অফিসার কানিজ তাসনুভা, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সালেহ আকরাম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য অনুষ্ঠানে উপজেলার ৩ হাজার জন কৃষককে ৫ কেজি করে উচ্চফলনশীল জাতের আউশ ধানের বীজ, ২০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি পটাশ সার প্রদাণ করা হয়।

আরপি/ এসআই



আপনার মূল্যবান মতামত দিন:

Top