রাজশাহী সোমবার, ১২ই জানুয়ারী ২০২৬, ৩০শে পৌষ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে অটোরিক্সার ধাক্কায় শিশুর মৃত্যু


প্রকাশিত:
৪ মার্চ ২০২১ ০০:৪৫

আপডেট:
১২ জানুয়ারী ২০২৬ ১৮:৩৪

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় ৮ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে মহারাজপুর হাট কাউন্সিল আঞ্চলিক সড়কে এই দূর্ঘটনা ঘটে।

নিহত শিশু সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের লাহারপুর গ্রামের মেহেদী হাসানের ছেলে জুনায়েদ (৮)।

এ বিষয়ে ছেলের মামা মো. নাসির উদ্দীন মাষ্টার জানান, বুধবার বিকেলে রাস্তায় খেলার সময় একটি অটো জুনায়েদকে ধাক্কা দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়। এ সময় গুরুতর আহত জুনায়েদকে নবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাবার সময় পথিমধ্যে সে মারা যায়।

এ বিষয়ে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে শিশু জুনায়েদের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে কোন মামলা হয়নি এবং কাউকে আটক করা হয়নি বলে জানান তিনি।

 

আরপি/ এসআই-১৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top