ভোলাহাটের সব স্কুলে এখন স্ক্যানার থার্মোমিটার দৃশ্যমান

৩০ মার্চ স্কুল কলেজ খুলে দেয়ার ঘোষণায় স্বাস্থ্য সুরক্ষায় সরকারী নির্দেশনা মেনে করোনা মোকাবেলায় চাঁপাইনবাবগঞ্জে ভোলাহাটের সব স্কুলে স্ক্যানার থার্মোমিটার স্থাপন সম্পন্ন হয়েছে।
স্কুল সূত্র জানিয়েছে, ৩০ মার্চ স্কুল খুলে দেয়ার ঘোষণা দেয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। শিক্ষক ও শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় সরকারের নির্দেশনা অনুযায়ী একটি টু-ইন-অন স্যানিটাইজিং ও তাপমাত্রা মেশিন স্থাপনের কাজ সম্পন্ন করা হয়েছে। এ মেশিনে শিক্ষক শিক্ষার্থী খুব সহজে হ্যান্ড স্যানিটাইজড ও শরীরিরের তাপমাত্রা মাপতে পারবেন।
উপজেলা শিক্ষা অফিসার এসএম মিজানুর রহমান জানান, সরকারী নির্দেশনা অনুযায়ী উপজেলার ৪৭টি স্কুলে স্ক্যানার থার্মোমিটার মেশিন লাগানো হয়েছে। এতে করে স্কুল খোলার সাথে সাথে শিক্ষক শিক্ষার্থীরা স্বাস্থ্য সুরক্ষার সুযোগ পেলেন। তিনি করোনা কালে সরকারের এমন মহৎ উদ্যোগকে সাধুবাদ জানান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানান।
আরপি/ এসআই-৫
আপনার মূল্যবান মতামত দিন: