চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ আটক ২

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নে অভিযান পরিচালনা করে নিষিদ্ধ মাদক গাঁজা উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। রোববার সকালে অভিযান পরিচালনা করে ৮শত ৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অভিযানে ২ যুবককে গ্রেফতার করা হয়। র্যাবের দাবী তারা শীর্ষ মাদক ব্যবসায়ী।
গ্রেফতারকৃতরা হলো- জেলার সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের অন্তর্গত দেবীনগর কাবাতোলা মন্ডলের তোলা এলাকার মো. আতাবুর রহমান ও মোসা. সাইফুরা বেগমের ছেলে মো. বুলবুল হোসেন (২৫) এবং মো. গোলাম মোস্তফা ও মোসা. সানোয়ারা বেগমের ছেলে মো. খাইরুল ইসলাম (১৯)।
এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে র্যাব-৫ রাজশাহীর সহকারী পরিচালক রোববার বেলা সোয়া ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তীর মাধ্যমে জানিয়েছেন, মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল রোববার সকাল পৌণে ৯টায় জেলার সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডে গোলাম মোহাম্মদ মোড়ে নাজির মিয়ার মার্কেটের সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে। এ সময় গাঁজা বিক্রয়ের সময় ৮৮০ গ্রাম গাঁজাসহ বুলবুল ও খাইরুলকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামীরা দীর্ঘদিন ধরে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং এ বিষয়ে সদর থানায় আসামীদের সোপর্দ করে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
আরপি/ এসআই-২
আপনার মূল্যবান মতামত দিন: