রাজশাহী শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১

রাজশাহীতে রেলযাত্রীর মৃত্যু, পাননি এ্যাম্বুলেন্স


প্রকাশিত:
১০ জুন ২০২০ ২৩:৪০

আপডেট:
১১ জুন ২০২০ ০০:০৬

ছবি: রাজশাহীতে রেলযাত্রীর মৃত্যু

রাজশাহীতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এক রেলযাত্রীর মৃত্যু হয়েছে। তবে রেলস্টেশনে অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়লেও এ্যাম্বুলেন্স পাননি তিনি। বাধ্য হয়ে অটোরিকশায় তুলেন তার স্বজনরা।

জিআরপি থানার ওসি শাহ কামাল এমনটাই জানিয়েছেন। তিনি বলেন, ‘ট্রেন থেকে প্লাটফর্মে নেমে মাথা ঘুরে পড়ে যান এক রেলযাত্রী। রেলওয়ে হাসপাতালের অ্যাম্বুলেন্সকে ফোন করা হয়। কিন্ত করোনা পরিস্থিতিতে রোগীকে বহন করতে অপারগতা জানায় এ্যাম্বুলেন্স চালক। পরে বাধ্য হয়ে তাকে অটোরিকশায় তুলে রামেক হাসপাতালে পাঠানো হয়।’

জানা গেছে, বুধবার (১০ জুন) দুপুরে কুষ্টিয়ার বাসিন্দা আব্দুল কুদ্দুস ওরফে রাজন (৫৫) খুলনা থেকে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে রাজশাহীতে আসেন। সঙ্গে তার ছেলেসহ আরো তিন স্বজন ছিলেন। ট্রেন থেকে নামার পরপরই হার্ট এ্যাটাক করলে হাসপাতালে পৌঁছার আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, মূলত হার্টের সমস্যায় আব্দুল কুদ্দুসের মৃত্যু হয়েছে। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করার পরামর্শ  দেয়া হয়েছে।

তবে রেল হাসপাতালের জরুরী এ্যাম্বুলেন্সে সেবা না পাওয়ার বিষয়ে জানতে চাইলে স্টেশন ম্যানেজার আব্দুল করিম বলেন, ‘এ্যাম্বুলেন্সে রোগীকে নেওয়া হয়নি এটি সত্য নয়। ফোন করা মাত্রই এ্যাম্বুলেন্স ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে রেলওয়ের মেডিকেল অফিসারের জন্য চালক অপেক্ষা করছিলেন। কারণ, চিকিৎসক ছাড়া এ্যাম্বুলেন্স বের করার নিয়ম নেই।’

তিনি আরো বলেন, ‘মেডিকেল অফিসার আসতে সামান্য বিলম্ব হওয়ায় রোগীর স্বজনরা অটোরিকশায় করে রামেক হাসপাতালে নিয়ে যায়। এতে এ্যাম্বুলেন্স চালকের কোনো দোষ নেই।’

 

আরপি/আআ-০১



আপনার মূল্যবান মতামত দিন:

Top