রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

হেমন্তের হিম বাতাসে সরগরম লেপের দোকান


প্রকাশিত:
১৯ নভেম্বর ২০২১ ০০:১৩

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৪:২৫

ছবি: রাজশাহী পোস্ট

ষড়ঋতুর দেশে বাংলা পঞ্জিকা হিসেবে আজ ৩রা অগ্রহায়ণ। পৌষ আগমনের বাকি এখনও প্রায় মাস খানেক। শীতকালের আগেই শীতের পরশ বুলিয়ে যাচ্ছে প্রকৃতি। ভোরের শিশিরকণায় সিক্ত হচ্ছে বৃক্ষরাজি ও ফসলের ক্ষেত। মুক্তার মতো জ্বলজ্বল করছে শীতের সকালের কোমল রোদ। ক্রমেই কমতে শুরু করেছে সূর্যের তাপের প্রখরতা। রাতের গভীরতার সাথে পাল্লা দিয়ে বাড়ছে শীতের অনুভব। প্রকৃতির এই পরিবর্তনই জানান দিচ্ছে শীতের উপস্থিতি।

শীতের আগমনে সড়গরম হচ্ছে লেপ-তোশকের দোকানগুলো। শীত নিবারণের আগাম প্রস্তুতি নিতে লেপ-তোশক বানাতে ভিড় করছেন ক্রেতারা। শীত মোকাবিলার প্রধান উপকরণ তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা।

তুলা ও কাপড়ের দাম বাড়ায় ক্রেতাদের গুনতে হচ্ছে বাড়তি টাকা। আবার দামে কম ও শীত নিবারণে অধিক কার্যকরী হওয়ায় কম্বলের দিকেও ঝুঁকছেন অনেকেই। ইতোমধ্যে শীতের অনুভূতি উপভোগ করতে গ্রাম বাংলার ঘরে ঘরে তুলে রাখা লেপ-কাঁথা ও চাদর-কম্বলের স্থান পেতে শুরু করেছে খাট-চৌকিতে।

রাজশাহী নগরীর আরডিএ মার্কেট, গণকপাড়া, রাণীবাজার, নিউ মার্কেট এলাকা ঘুরে দেখা যায় দম ফেলার জোঁ নেই লেপ-তোশকের কারিগরদের। কয়েকদিনের শীতল হাওয়ায় ক্রেতাদের চাপ রয়েছে চোখে পড়ার মতো। খদ্দেরদের সাথে দামাদামি ও উপকরণ যোগাড়ে ব্যস্ত দোকান মালিকরা।

বেচা-কেনার বিষয়ে নগরীর বাবুল এন্ড ব্রাদার্স বেড হাউসের বিক্রেতা বাবুল ইসলাম বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার শীতের একটু দেরিতে। তবে শীতের ঠান্ডা হাওয়া শুরু হওয়ায় ক্রেতারা আসতে শুরু করছেন।

একই দোকানের দোকানী জুবায়ের রহমান বলেন, কম্বলের কারণে লোকজনের লেপের চাহিদা কমে যাচ্ছে। দামে কম হওয়ায় তারা সেদিকেই বেশি ঝুঁকছে। তবে সামনে মাসে ক্রেতার চাহিদা আরও বাড়বে বলেও আশাবাদী তিনি।

সব রকমের তুলার দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়েছে উল্লেখ করে শুভেচ্ছা বেড হাউসের বিক্রেতা প্রিন্স বলেন, কাপড়ের দামও প্রতি গজে ১০ টাকার মতো বেড়েছে। কাপড়, সুতা, মজুরীসহ সব খরচ বেড়ে যাওয়ায় লেপের দামও বেশি মনে করছেন ক্রেতারা। সিঙ্গেল মাপের প্রতিটি লেপ ১১শ’ থেকে ১২শ’ টাকা ও ডাবল মাপের প্রতিটি লেপ ১৩শ’ থেকে ১৪শ’ টাকায় বিক্রি হচ্ছে বলেও জানান তিনি।

 

 

 

আরপি/এসআর-০২



আপনার মূল্যবান মতামত দিন:

Top