রাজশাহীতে বিদেশী রিভলবারসহ গ্রেফতার ১

রাজশাহীতে বিদেশী রিভলবারসহ একজন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার বিকেল ৫টার দিকে নাটোরের বাগাতিপাড়া থানাধীন গালিমপুর মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যবসায়ীর নাম জসিম উদ্দিন (২৮)। তিনি নাটোর বাগাতিপাড়ার গালিমপুর এলাকার জামাল উদ্দিনের ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, র্যাবের নিয়মিত অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযানের প্রেক্ষিতে র্যাবের গোয়েন্দা নজরদারীর ভিত্তিতে পরিচালিত অভিযানের মাধ্যমে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি পাকিস্তানী রিভলবার, ১টি মোবাইল সেট, ২টি সীমকার্ড ও ১টি মেমোরী কার্ড উদ্ধার করা হয়।
র্যাব জানিয়েছে, র্যাবের নিয়মিত অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযানের প্রেক্ষিতে অস্ত্র ব্যবসায়ীরা সংযত রয়েছে। দুষ্কৃতিকারীদের কাছে অবৈধ আগ্নেয়াস্ত্রের চাহিদা থাকায় অস্ত্র ব্যবসায়ীরা এখনও সক্রিয়। ফলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র্যাবের গোয়েন্দা নজরদারীর মাধ্যমে অভিযান অব্যাহত রেখেছে র্যাব।
আরপি/এএন
বিষয়: র্যাব রিভলবার অস্ত্র ব্যবসায়ী
আপনার মূল্যবান মতামত দিন: