রাজশাহী শুক্রবার, ২৪শে জানুয়ারী ২০২৫, ১২ই মাঘ ১৪৩১


লালপুরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল শিক্ষকের


প্রকাশিত:
১৫ আগস্ট ২০২৪ ১৭:১৬

আপডেট:
২৪ জানুয়ারী ২০২৫ ০৬:২১

ফাইল ছবি

আন্তঃনগর ট্রেন চলাচলের প্রথম দিনেই নাটোরের লালপুরে ঢাকাগামী মেইল ট্রেনের ধাক্কায় শরিফুল ইসলাম (৪০) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। নিহত শরিফুল উপজেলার বিরোপাড়া গ্রামের মৃত সাদের আলীর ছেলে ও লালপুর থানা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।

বৃহস্পতিবার (১৫ আগষ্ট) দুপুরে উপজেলার গোপালপুর রেলগেটের অদূরে বৃষ্টপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, ধারণ করা হচ্ছে দুপুরে ঢাকাগামী ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি মারা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top