রাজশাহী রবিবার, ৫ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১


লালপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ আহত ৫


প্রকাশিত:
২১ অক্টোবর ২০২৩ ১৫:২৬

আপডেট:
৫ মে ২০২৪ ২০:২৪

প্রতীকী ছবি

নাটোরের লালপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় পাঁচজনকেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

শনিবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার লালপুর-বাঘা আঞ্চলিক মহাসড়কের আট্টিকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

আহতরা হলেন- উপজেলার বিদিরপুর এলাকার বাসিন্দা সোনাতন (৩০), তার মেয়ে রুপা (২০) ও পিয়াঙ্কা (৬) ও রাজশাহী হরিপুর এলাকার রোকন (৩৭) ও তার স্ত্রী তিথি (২৮)।

আরও পড়ুন: আন্দোলনের নামে দুর্বৃত্তপনা করলে ছেড়ে দেব না, বিএনপিকে প্রধানমন্ত্রী

স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৯টার দিকে বাঘা হতে মোটরসাইকেল যোগে রোকন ও তার স্ত্রী পাবনা কর্মস্থলে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের ৫ আরোহী গুরুতর হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশাঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল হোসেন বলেন, দূর্ঘটনায় কবলিত দুইটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এবিষয়ে অভিযোগ পেলে সড়ক আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

আরপি/এসআর-০৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top