৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক ১
                                নাটোরে ৪০০ পিস ইয়াবাসহ টিটু নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় জেলার লালপুর থানাধীন আব্দুলপুর মোড় সরকারী হাসপাতাল এলাকা থেকে তাকে আটক করে র্যাব ৫।
আটককৃত ব্যক্তি লালপুর থানার ধনঞ্জয় গ্রামের রুহুল আমিনের ছেলে টিটু (২৫)।
র্যাব ৫ সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর ক্যাম্পের সিপিসি-২ অপারেশন দল কোম্পানী কমান্ডারের নেতৃত্বে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় আব্দুলপুর মোড় সরকারী হাসপাতাল এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ৪০০ পিস ইয়াবাসহ হাতেনাতে টিটুকে গ্রেফতার করা হয়।
টিটুর বিরুদ্ধে বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে জানিয়েছে র্যাব ৫।
আরপি/এমএইচ
বিষয়: ইয়াবা

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: