রাজশাহী মঙ্গলবার, ২৩শে এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের কয়েদির মৃত্যু


প্রকাশিত:
২১ ডিসেম্বর ২০২০ ০১:১৪

আপডেট:
২৩ এপ্রিল ২০২৪ ১৬:১৭

 আবুল কালাম আজাদ লিটিল

চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের এক কয়েদির মৃত্যু হয়েছে। শনিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত কয়েদি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আতাহার চিমড়দিঘী এলাকার এনামুল হকের ছেলে আবুল কালাম আজাদ লিটিল (৪৪)।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের জেলার ইসমাইল হোসেন জানান, আবুল কালাম আজাদ টাকা-পয়সা সংক্রান্ত একটি মামলার আসামি ছিলেন। তিনি ৪ মাসের সাজাপ্রাপ্ত এক আসামি ছিলো। শনিবার দিবাগত রাত দেড়টায় বুকের ব্যাথা সহ্য করতে না পেরে কারাগার কর্তৃপক্ষকে জানায়। পরে কারাগার কর্তৃপক্ষ তাকে সঙ্গে সঙ্গে কারাগার হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাত ২টায় আধুনিক সদর হাসপাতালের মেডিসিন বিভাগের পুরুষ ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

এদিকে জেল সুপার মজিবুর রহমান মজুমদার জানান, তার মরদেহ ময়না তদন্তের জন্য আধুনিক সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ বিষয়ে নবাবগঞ্জ সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

 

আরপি/এসকে



আপনার মূল্যবান মতামত দিন:

Top