রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

পদ্মায় ভাঙন কবলিত এলাকাবাসীদের উচ্ছেদ বন্ধে মানববন্ধন


প্রকাশিত:
১৭ নভেম্বর ২০২০ ২৩:০৮

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১১:৩৮

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পদ্মা নদী কবলিত এলাকার বাসিন্দাদের উচ্ছেদ বন্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে ইউএনও’র কার্যালয় চত্বরে এলাকাবাসীদের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে দুলর্ভপুর ইউনিয়নের উজিরপুর গ্রামে বসবাসরত পদ্মা নদীর ভাঙন কবলিত এলাকার কয়েক’শ পরিবার অংশ নেয়। এতে বক্তব্য রাখেন উজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দুরুল হোদা, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাদিকুল ইসলাম, বেনজির আহমেদ ও রূপচাঁদ আলীসহ অন্যরা।

বক্তারা বলেন, পদ্মা নদীর করাল গ্রাসে নিজেদের সহায়-সম্পদ হারিয়ে পাগলা নদীর পার্শ্ববর্তী এলাকায় আশ্রয় নেয় শতাধিক আশ্রয়হীন পরিবার। দীর্ঘ সময় ধরে তারা বাস্তুহারা হিসেবে বসবাস করে আসছে। সম্প্রতি সেখানে গুচ্ছগ্রাম নির্মাণের জন্য তৎপরতা শুরু হয়েছে। অথচ নিকটবর্তী এলাকায় কয়েক’শ বিঘা খাস জমি থাকলেও নদী ভাঙনের শিকার আশ্রয়হীন মানুষদের উচ্ছেদের নীল নকশা শুরু হয়েছে।

বক্তারা আরও বলেন, আমাদের জাতীয় পরিচয়পত্রে এই স্থানের নাম মাঝাপাড়া ঘাটপাড়া নামে উল্লেখ রয়েছে। তা সত্ত্বেও আমাদের দীর্ঘদিনের বসত এলাকাটি উচ্ছেদের কার্যক্রম শুরু করা হয়েছে, যা অত্যন্ত বেদনাদায়ক। মাননীয় প্রধানমন্ত্রী যেখানে ভূমিহীনদের আশ্রয়ের ব্যবস্থা করার কথা বলেছেন- সেখানে আমাদের উচ্ছেদের মাধ্যমে আশ্রয়হীন করার নীল নকশা তৈরী করা হচ্ছে। নদী ভাঙন কবলিত আশ্রয়হীন মানুষদের শেষ ঠিকানাটুকু না কেড়ে পার্শ্ববর্তী সরকারি খাসজমিতে গুচ্ছগ্রাম প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়ে উচ্ছেদ বন্ধের আহবান জানান বক্তারা। 

 

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top