প্রকাশিত সংবাদের প্রতিবাদ
গত মঙ্গলবার ৩ নভেম্বর বুধবার ও আজ বুধবার কিছু অনলাইন ও দৈনিক সোনার দেশ পত্রিকায় “ভোলাহাটে অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণে অনিয়মের অভিযোগ” শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাট উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা (ভারঃ) মোঃ শামিউল বাসির।
আজ বুধবার এক প্রতিবাদ বিজ্ঞপ্তিতে তিনি ঐ সংবাদের প্রতিবাদ জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকাশিত সংবাদটিতে অনিয়ম, স্বজনপ্রীতি ও দূর্নীতির অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। নীতিমালা অনুযায়ী মৌলিক প্রশিক্ষণ অব্যহত আছে। এখানে কোন প্রকার অনিয়ম দূর্নীতি বা স্বজনপ্রীতির আশ্রয় গ্রহণ করা হয়নি। প্রকাশিত সংবাদটি মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত বলে জানান প্রতিবাদকারী শামিউল বাসির । সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঐ কর্মকর্তা।
আরপি/এমএএইচ
বিষয়: অস্ত্রবিহীন ভিডিপি অনিয়ম
আপনার মূল্যবান মতামত দিন: