রাজশাহী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১

নাচোলে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং র‍্যালি ও সমাবেশ


প্রকাশিত:
১৮ অক্টোবর ২০২০ ০৩:০২

আপডেট:
২৬ এপ্রিল ২০২৪ ০৪:০১

বিট পুলিশিং র‍্যালি। ছবি: প্রতিনিধি

সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০ টায় নাচোল থানা চত্বর হতে র‍্যালি আরম্ভ হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলায় এসে সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত র‍্যালী ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জনাব এস,এ,এম, ফজল- ই- খুদা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা, পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, ভাইস-চেয়ারম্যান রেজাউল করিম বাবু, মহিলা ভাইস-চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান সহ গণমাধ্যম কর্মীরা।

অন্যদিকে নেজামপুর, কসবা, নাচোল সদর, ফতেপুর ইউনিয়নের বিট পুলিশিং এর আয়োজনে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top