রাজশাহী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১

ভোলাহাটে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত


প্রকাশিত:
১১ অক্টোবর ২০২০ ২২:০৬

আপডেট:
১৯ এপ্রিল ২০২৪ ২২:৩৭

আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত। ছবি: সংবাদদাতা

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ‘শিশুর সঙ্গে শিশুর তরে বিশ্ব গড়ি নতুন করে’, ‘আমরা সবাই সোচ্চার, বিশ্ব হবে সমতার’ কন্যা শিশু দিবসের প্রতিপদ্যে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত হয়েছে। কৈশোর কর্মসূচী ভোলাহাট উদ্দীপন শাখার আয়োজনে রবিবার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে খালে আলমপুর উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান, রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা,আলোচনা সভা, পুরস্কার বিবরণ অনুষ্ঠান, পরিচ্ছতা অভিজান ও হাত ধোয়া কর্মসূচী পালন করা হয়।

খালে আলমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ভোলাহাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ খাতুন, উদ্দীপন ভোলাহাট শাখার ব্যবস্থাপক সেলিনা খাতুন, কৈশোর কর্মসূচীর প্রোগ্রাম অফিসার শাহাদাৎ আহমেদ।

আরো উপস্থিত ছিলেন, উদ্দীপন ভোলাহাট শাখার হিসার রক্ষক মাসুদ রানা, খালেআলমপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আকবারুল হক, সহকারি শিক্ষক আবুল কালামসহ অন্যরা।

বক্তারা বলেন, শিশুদের বেড়ে ওঠার ক্ষেত্রে যেসব সমস্যা রয়েছে, সেগুলো আমাদের চিহ্নিত করে সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করতে হবে। শিশুদের সঠিকভাবে বেড়ে উঠা নিশ্চিত করতে হবে। যাতে তারা বড় হয়ে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে ওঠতে পারে। কন্যা শিশুদের প্রতিও আমাদের মনোযোগী হতে হবে। কারণ, কন্যারা এখন আর পিছিয়ে নেই। এখন তারাও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছে। কন্যা শিশুকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই।আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। তাই তাদেরকে ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top