ভোলাহাটে গ্রামীণ রক্ষণাবেক্ষণ মাস পালিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে “মুজিব বর্ষের অঙ্গীকার সড়ক হবে সংস্কার শ্লোগানে ১ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সোনাজল নামক রাস্তায় গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস পালিত হয়েছে।
ভোলাহাট উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি) আয়োজিত গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস পালনে একটি র্যালী করা হয়।
এ সময় উপজেলা প্রকৌশলি সাজিদুল ইসলাম জানান, সড়ককে টিকসই করে রাস্তার দু’ধার ভেঙ্গে যাওয়া গর্ত রক্ষণাবেক্ষণ চলে সারা বছর। তবে বৃষ্টির কারণে অক্টোবর মাসে রক্ষণাবেক্ষণের কাজ চলবে পুর দমে। আর এ জন্য এ মাসটিকে রক্ষণাবেক্ষণ মাস হিসেবে পালন করা হচ্ছে। এ সব কাজের সাথে যে সব নারীকর্মী রয়েছেন তারা সংশ্লিষ্ট এলাকার অসহায় দরিদ্র নারী।
এ সময় র্যালীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভোলাহাট উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপ-সহকারী প্রকৌশলী আবু সায়েম, আকবর আলী, হিসাব সহকারী মোখলেসুর রহমান কমিউনিটি অর্গানাইজার আনোয়ার হোসেন, কার্যসহকারী নুরল হোদা ও আজাহার আলীসহ এলপিএস নারীকর্মীরা।
আরপি/আআ
বিষয়: ভোলাহাট গ্রামীণ রক্ষণাবেক্ষণ পালিত
আপনার মূল্যবান মতামত দিন: