রাজশাহী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০

শিবগঞ্জে ভারতীয় ফেনসিডিলসহ আটক ১


প্রকাশিত:
৩০ সেপ্টেম্বর ২০২০ ০২:৩৯

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ১১:০৪

আটককৃত মোঃ জুয়েল। ছবি: সংবাদদাতা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভারতীয় ফেনসিডিলসহ একজনকে আটক করেছে র‌্যাব। সোমবার (২৮ সেপ্টেম্বর) সাড়ে ১০টিার দিকে র‌্যাব ৫, সিপিসি ১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল শিবগঞ্জ উপজেলাধীন বাজিতপুর (ঘুড়িপাড়া) গ্রামে অভিযান চালিয়ে ৯৩ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করে।

আটককৃত মোঃ জুয়েল (৩০) ওই এলাকার মনছুর আলীর ছেলে।

র‌্যাব—৫ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন বাজিতপুর (ঘুড়ি পাড়া) গ্রামস্থ জনৈক মোঃ শাহীন আলম চৌধুরী, পিতা-মৃত আলম চৌধুরী এর বাড়ীর সামনে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে উক্ত মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করার লক্ষ্যে র‌্যাবের অপারেশন দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাদক ব্যবসায়ীকে ৯৩ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় তার নিকট হতে ১টি মোবাইল ফোন এবং ২টি সীমকার্ড উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে ।

এ ঘটনায় শিবগঞ্জ থানায় ১টি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top