ভোলাহাটে মাদকসহ গ্রেফতার ২

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাদকসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ( ১৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার বড়জামবাড়ীয়া গ্রামের ইউসুফ আলীর বাড়ীর সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় কাছ থেকে ১৫০ পিচ ইয়াবা ও ৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঘুঘুডিমা গ্রামের আফজাল হোসেনের ছেলে শাহিন আলী (৩২), ও গোবরাতলা গ্রামের সেতাবুর রহমানের ছেলে মাহবুব আলম (৩২)।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান, আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।
আরপি/আআ-০৯
আপনার মূল্যবান মতামত দিন: