রাজশাহী সোমবার, ৯ই সেপ্টেম্বর ২০২৪, ২৫শে ভাদ্র ১৪৩১

ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ


প্রকাশিত:
২৬ জুলাই ২০২০ ০০:৫৩

আপডেট:
৯ সেপ্টেম্বর ২০২৪ ০৫:১৬

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বেসরকারি আল মদিনা ক্লিনিকে ভুল চিকিৎসায় আশা খাতুন নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত ওই নারী উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের ইসলামপুর গ্রামের মতিউর রহমানের স্ত্রী।

নিহতের পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় আশা খাতুনের প্রসব বেদনা শুরু হলে চিকিৎসার জন্য আল-মদিনা ক্লিনিকে ভর্তি করে। পরে রাত ৮ টায় ওই গৃহবধূর সিজারিয়ান অপারেশন করা হয়। অপারেশনের পর নবজাতকটি সুস্থ থাকলেও ওই গৃহবধূর অবস্থা অবনতির হলে রাত ১ টার দিকে মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের সিদ্ধান্ত নেয় ক্লিনিক কর্তৃপক্ষ। এ সময় গাড়ীতে উঠানোর আগেই ওই গৃহবধূ মারা যায়। এদিকে শুক্রবার সকালে ওই গৃহবধূর বাবার বাড়ী উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের শিশাটোলা গ্রামে দাফন সম্পন্ন করা হয়।

এ বিষয়ে আল-মদিনা ক্লিনিক এর ম্যানেজার আতাউর রহমান বলেন, ভুল অপারেশনে রোগীর মৃত্যুর মতো কোনো ঘটনা আমাদের ক্লিনিকে ঘটেনি।

তবে এ অভিযোগ প্রসঙ্গে ওই ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক জনি জানান, বৃহস্পতিবার আমি ক্লিনিকের বাইরে থাকার কারণে বিষয়টি আমি জানিনা।

এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন জানান ওই রোগী মৃত্যুর বিষয়টি নিয়ে কেউ অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

আরপি/আআ-০৯



আপনার মূল্যবান মতামত দিন:

Top