রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

মুজিববর্ষ উপলক্ষ্যে ভোলাহাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন


প্রকাশিত:
১৭ জুলাই ২০২০ ০০:২৫

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৬:০৭

মুজিববর্ষ উপলক্ষ্যে ভোলাহাটে বনজ, ফলজ ও ঔষুধি চারা বিতরণ

"মুজিববর্ষের আহ্বান, লাগাই গাছ বাড়াই বন" এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে সারাদেশের মত ভোলাহাটেও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে সামাজিক বন বিভাগের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ কর্মসূচি উদ্বোধন করেন ভোলাহাট উপজেলা চেয়ারম্যান রাব্বুল হোসেন।

পরে উপজেলা পরিষদ মিলনায়াতনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজিবুল আলম। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রাব্বুল হোসেন।

বিশেষ অতিথি ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল হামিদ। এ সময় উপস্থিত থেকে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বন কর্মকর্তা সেরাজুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার।

উল্লেখ্য, ভোলাহাট উপজেলায় ৪০ হাজার বনজ, ফলজ ও ঔষুধি চারাগাছ ইউনিয়ন পরিষদ, স্কাউট ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে বিতরণ ও রোপণ করা হবে। 

আরপি/ এএন-১০



আপনার মূল্যবান মতামত দিন:

Top