রাজশাহী বুধবার, ২৭শে আগস্ট ২০২৫, ১৩ই ভাদ্র ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে দেহব্যবসা, খদ্দেরসহ গ্রেপ্তার ৫


প্রকাশিত:
১৫ জুলাই ২০২০ ০২:৪৪

আপডেট:
২৭ আগস্ট ২০২৫ ১১:৪৪

ছবি: গ্রেপ্তারকৃতরা

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহানন্দা ঢাকা বাস স্ট্যান্ড এলাকায় অবস্থিত লাল বোডিং থেকে বোডিং এর ম্যানেজার, খদ্দের ও মহিলাসহ মোট ৫ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। অভিযানে ১ শত গ্রাম হেরোইন জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- বরগুনা জেলার বদরখালী এলাকার আব্দুর রশিদের ছেলে লাল বোডিং এর ম্যানেজার মো. নাসির (৩৫) এবং রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার ছয়ঘাটি রাজাবাড়ি এলাকার নুর মোহাম্মদের ছেলে মনির মছিবুর (৩৭)।

চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবির অফিসার ইনচার্জ ওসি আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার বিকেলে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই আবু আব্দুল্লাহ জাহিদের নেতৃত্বাধীন একট দল মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ৩ টার দিকে লাল বোডিং এ অভিযান পরিচালনা করে। এ সময় হেরোইনসহ খদ্দের মনিরকে হাতেনাতে গ্রেফতার করা হয় এবং বোডিং এর ম্যানেজার নাসিরকে অসৎ উদ্দেশ্য নিয়ে বোডিং পরিচালনার কারণে গেস্খফতার করা হয়।

এছাড়া এ সময় ৩ জন মহিলাকে আটক করে তাদের মোবাইল কোর্টের মাধ্যমে২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

 

আরপি/আআ-০৮



আপনার মূল্যবান মতামত দিন:

Top