রাজশাহী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৮ই বৈশাখ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জ

নাচোলে ডাসকো’র জেলা জোটের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত


প্রকাশিত:
১৫ জুলাই ২০২০ ০১:২৩

আপডেট:
২০ এপ্রিল ২০২৪ ০৭:৪৩

নাচোলে ডাসকো’র জেলা জোটের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বেসরকারী উন্নয়ন সংস্থা ডাসকো’র জেলা জোটের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে মঙ্গলবার সকাল ১০ টায় নাচোল পৌর মিলনায়তনে ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে ও নেটজ বাংলাদেশের কারিগরি সহায়তায় এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা জোটের নির্বাহী সদস্য ছবিলাল বর্মনের সভাপতিত্বে ডাসকো’র স্টেনদেন্ড সিভিল সোসাইটি প্রটেক্টস্ প্রমোটস্ উইমেনস রাইটস প্রজেক্ট এর জেলা জোটের সদস্যদের নিয়ে এ সভা হয়।


সভায় মহামারী করোনাকালীন সাবধানতা ও প্রতিরোধ, নারীর প্রতি সহিংসতা ও বাল্য বিবাহ রোধ, ভিকটিম সাপোর্ট কার্যক্রম (নারী ও শিশু) এবং জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতার বিষয়ে আলোচনা করা হয়।

ত্রৈ-মাসিক আলোচনা সভায় বক্তব্য রাখেন, ডাসকো’র ফিল্ড ফ্যাসিলিলেটর কারিমা খাতুন, জোটের সদস্য সাংবাদিক একেএম.জিলানী, সালমা খাতুন, শিউলী পারভিন, মনিরুল ইসলাম, নূরুন নাহার, মিসেস পারুল দাস, মিতু রানী ও সাফুরুদ্দিন।

সভায় জোটের সদস্যরা সংস্থার লক্ষ্য অর্জনের জন্য নিজ নিজ এলাকায় বাল্য বিবাহ, নারীর প্রতি পারিবারিক সহিংসতা প্রতিরোধ বিষয়ে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করবেন এবং প্রয়োজনে সদস্যরা আলোচনা করে স্থানীয় উপজেলা ও পুলিশ প্রশাসনের সহযোগিতা গ্রহণ করবেন বলে একমত পোষণ করেন।

 

আরপি/এমএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top