রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

শিবগঞ্জে এনএসআই’র হাতে এনএসআই আটক


প্রকাশিত:
৬ জুলাই ২০২০ ০০:৪৬

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৫:৪৭

ছবি: আটককৃত ভূয়া এনএসআই সদস্য

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পৌরসভা এলাকায় চাঁদাবাজির সময় এক ভূয়া এনএসআই সদস্যকে আটক করেছে গোয়েন্দা সংস্থা এনএসআই। আটককৃত ভূয়া এনএসআই জেলার গোমস্তাপুর উপজেলার বেনীচক এলাকার মৃত জোবদুল হকের ছেলে জয়নুল আবেদিন (২৫)।


এ বিষয়ে এনএসআই এর উপ-পরিচালক মোরশেদ আলম জানিয়েছেন, এনএসআই এর ফিল্ড অফিসার পরিচয় দিয়ে আটককৃৃত জয়নুল রবিবার (৫ জুলাই) বেলা ১২টার দিকে শিবগঞ্জ পৌর মেয়র মো. কারিবুল হক রাজিনের কার্যালয়ে প্রবেশ করে।

এ সময় পৌর মেয়রের শারিরীক অবস্থার খোঁজ খবর নেয়ার পাশাপাশি পৌরসভার বিভিন্ন বিষয়ে কথা বলতে থাকে এবং এক পর্যায়ে সে মোটা অংকের অর্থ দাবী করে। এ সময় জয়নুল বিষয়ে মেয়রের সন্দেহ হলে কৌশলে পৌর মেয়র কারিবুল হক রাজিন সংশ্লিষ্ট বিভাগকে খবর দেন।

পরে শিবগঞ্জ এলাকায় কর্মরত এনএসআই এর জুনিয়র ফিল্ড অফিসার ইমন হোসেন পৌর কার্যালয়ে উপস্থিত হয়ে এনএসআই এর ফিল্ড অফিসার পরিচয় দানকারী জয়নুলকে ভূয়া ও দোষী সাব্যস্ত করে তাকে আটক করেন। পরে আটককৃত ব্যক্তির বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রদান করা হয়।

 

আরপি/আআ-১১



আপনার মূল্যবান মতামত দিন:

Top