চাঁপাইনবাবগঞ্জে কীটনাশক পানে তরুণীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কীটনাশক পানে আফরোজা (২০) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।
বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলার বাংগাবাড়ি ইউনিয়নের সন্তোষপুর গ্রামে এ ঘটনা ঘটে। আফরোজা ওই গ্রামের রবিউল ইসলামের মেয়ে।
গোমস্তাপুর থানার উপপরিদর্শক (এসআই) বজলুর রহমান জানান, আফরোজা নিজ বাড়িতে কীটনাশক পান করে। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। এরপর সেখান থেকে রামেক হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় এনেছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এসআই বজলুর রহমান।
আরপি/ডিজে
আপনার মূল্যবান মতামত দিন: