চাঁপাইনবাবগঞ্জে ইত্বেহাদুল ওলামা ফাউন্ডেশনের আত্মপ্রকাশ

চাঁপাইনবাবগঞ্জ ইত্বেহাদুল ওলামা ফাউন্ডেশন এর আত্মপ্রকাশ
"ভ্রাতৃত্বের বন্ধনে, মানবতার কল্যানে" এই স্লোগানে জেলার বিভিন্ন মাদরাসার শিক্ষক, হাফেজ, ইমাম, খতিব, আলেম-ওলামা ও মুফাসসিরদের ঐক্যবদ্ধ করতে এবং মানবতার কল্যানে কাজ করার লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করেছে চাঁপাইনবাবগঞ্জ ইত্বেহাদুল ওলামা ফাউন্ডেশন নামের একটি সংগঠন।
শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা সম্মেলন কক্ষে ২১ সদস্যদের কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। মাওলানা মো. আব্দুল মাতিনকে সভাপতি ও হাফেজ মো. জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয়।
কার্যনির্বাহী পরিষদে সহ-সভাপতি হিসেবে মাওলানা মো. আব্দুল বাশির ও হাফেজ মো. সাইফুল ইসলাম এবং যুগ্ম সম্পাদক হিসেবে হাফেজ মো. আব্দুল মজিদ ও মাওলানা মো. আবু তালেবকে রাখা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ইত্বেহাদুল ওলামা ফাউন্ডেশনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদরাসার হেড মুফাসসির মাওলানা মো. মহসিন আলীর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুফাসসির মাওলানা মো. আব্দুল মাতিন। অনুষ্ঠানের বিশেষ আলোচক ছিলেন আলহাজ্ব ক্বারী মাওলানা মো. আব্দুল বাসির আল হাদী।
আরপি/ এএন-৫
বিষয়: ভ্রাতৃত্বের বন্ধনে মানবতার কল্যানে স্লোগানে চাঁপাইনবাবগঞ্জ ইত্বেহাদুল ওলামা ফাউন্ডেশন মাওলানা মো. আব্দুল মাতিন সভাপতি মো. জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক
আপনার মূল্যবান মতামত দিন: