রাজশাহী শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রসহ যুবক গ্রেফতার


প্রকাশিত:
১৬ জুন ২০২০ ২১:৫৫

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ০১:৩৫

ছবি: জব্দকৃত  অস্ত্র

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাপিড এ্যাবকশন ব্যাটালিয়ন- র‌্যাব এর বিশেষ অভিযানে অস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে । জেলার ভোলাহাট উপজেলার জামবাড়িয়া এলাকায় এই অভিযান পরিচালনা করে র‌্যাব-৫। গ্রেফতারকৃত যুবক একজন অস্ত্র ব্যবসায়ী বলে র‌্যাব জানিয়েছে। 

গ্রেফতারকৃত যুবক জেলার ভোলাহাট উপজেলার ৪ নং বড় জামবাড়ীয়া ইউনিয়নের বড় জামবাড়ীয়া দক্ষিনপাড়া এলাকার ৯ নং ওয়ার্ডের মো. আফজাল হোসেন সরদারের ছেলে মো. আতিকুর রহমান আতিক (৩৩)।

র‌্যাব-৫ রাজশাহীর সহকারী পরিচালক মঙ্গলবার দুপুর দেড়টায় এক জানান, অস্ত্র বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল সকাল সাড়ে ৯টায় জেলার ভোলাহাট উপজেলার জামবাড়ীয়া এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্র ব্যবসায়ী আতিককে ১টি ৭.৬৫ মি.মি. বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন ও আনুষঙ্গিক ব্যবহার্য জিনিসপত্রসহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আতিক দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ভোলাহাট থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

আরপি/আআ-০৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top