রাজশাহী বুধবার, ১৫ই মে ২০২৪, ২রা জ্যৈষ্ঠ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জ

সরকারী আদেশ অমান্য করায় ভ্রাম্যমান আদালতের জরিমানা


প্রকাশিত:
১৬ জুন ২০২০ ০৬:১২

আপডেট:
১৫ মে ২০২৪ ১৬:৪৫

সরকারী আদেশ অমান্য করায় ভ্রাম্যমান আদালতের অভিযানের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। সোমবার (১৫ জুন) বিকেলে পৌর এলাকার গাবতলা মোড় এবং ডিসি মার্কেটের আশেপাশের এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলামের নেতৃত্বে আনসার সদস্যদের সহযোগিতায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

অভিযান চলাকালিন সময় সরকারি নির্দেশনা অমান্য করে মুখে মাক্স ব্যবহার না করা, ব্যবসা প্রতিষ্ঠান খুলে রাখা এবং দ্বিচক্রযান মোটরসাইকেল চালকের হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় ৬টি মামলায় মোট ৬ হাজার টাকা জরিমানা আরোপ করে আদায় করা হয়।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন বলেন, করোনা পরিস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে চলমান আছে অভিযান। এরই ধারাবাহিকতায় সোমবার সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খুলে রাখার দায়ে ২৬৯ ধারায় ডিসি মার্কটের সামনে অবস্থিত মিনিস্টার শো-রুমকে ২ হাজার টাকা এবং একই অপরাধে নিমতলা মোড়ে অবস্থিত নাসির কনফেকশনারীকে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা আরোপ করে আদায় করা হয়। এছাড়া মোটরসাইকেল আরোহীর হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় সড়ক পরিবহন আইনে ২ জন মোটরসাইকেল আরোহীর প্রত্যেককে ৫ শত টাকা করে মোট ১ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এদিকে একই সময় অপর এক অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম পরিচালিত ভ্রাম্যমান আদালত সরকারি নির্দেশনা অমান্য করে মুখে মাক্স ব্যবহার না করার দায়ে পৌর এলাকার গাবতলা মোড়ে অবস্থিত যমুনা শো-রুমের এক কর্মচারী ও এক ক্রেতাকে ৫ শত টাকা করে মোট ১ হাজার টাকা জরিমানা আরোপ করে আদায় করেন।

এ সময় অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ সকলকে অপ্র্রয়োজনে বাড়ির বাইরে ঘোরাফেরা না করা, খুবই প্রয়োজনে বাইরে বের হলে মুখে মাস্ক ব্যবহার করাসহ সর্বোপরি সরকারি নির্দেশনা মেনে চলাচল করার আহ্বান জানান।

 আরপি/ এআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top