রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রসহ ব্যবসায়ী আটক


প্রকাশিত:
১৩ জুন ২০২০ ০৭:৩৮

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৩:২১

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জে ২টি ওয়ান শুটারগান ও ১ রাউন্ড গুলিসহ ১ জন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। শুক্রবার (১২ জুন) দুপুর আড়াইটার দিকে শিবগঞ্জ উপজেলার কাশিয়াবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত অস্ত্র ব্যবসায়ী হলেন গোমস্তাপুর থানার খোশালপাড়া গ্রামের মৃত শিবনাথ মন্ডলের ছেলে উজ্জ্বল কুমার বিফল (২৭)।

জানা গেছে, শুক্রবার র‌্যাব-৫ এর মোল্লাপাড়া ক্যাম্পের বিশেষায়িত অপরাধ দমন দল (সিপিএসসি) অপারেশন পরিচালনা করে বিফলকে ২টি শুটারগান ও ১ রাউন্ড গুলিসহ গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র‌্যাব-৫।

 

আরপি/ এএন-১



আপনার মূল্যবান মতামত দিন:

Top