চাঁপাইনবাবগঞ্জ
শিবগঞ্জে ফ্রিজ ভর্তি ফেনসিডিলসহ আটক-১

এবার অভিনব কায়দায় বাসা বাড়িতে ব্যবহৃত রেফ্রিজারেটরের ভেতর আমদানী নিষিদ্ধ ভারতীয় মাদক ফেনসিডিল অবৈধভাবে রক্ষণের দায়ে একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখার সদস্যরা। বৃহস্পতিবার সকালে জেলার শিবগঞ্জ উপজেলায় এক বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গ্রেফারকৃত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া উপরপাড়া গ্রামের মো. মতিউর রহমানের ছেলে মাসুদ রানা (৪৫)।
এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলহাজ্ব মো. বাবুল উদ্দিন সরদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকষ দল এসআই আবু আব্দুল্লাহ জাহিদের নেতৃত্বে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় জেলার শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া উপরপাড়া গ্রামে মো. মতিউর রহমানের বসত বাড়িতে অভিযান পরিচালনা করে।
এ সময় তল্লাশিকালে বাড়ির ব্যবহৃত ফ্রিজ বা রেফ্রিজারেটরের ভেতর থেকে ৪০ হাজার টাকা মূল্যের ৮০ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় মাদক ফেনসিডিল উদ্ধার করা হয় এবং ফেনসিডিল রক্ষণের দায়ে মাসুদকে গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে মাসুদ। এ ঘটনায় ফ্রিজটিও জব্দ করা হয়েছে এবং শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আরপি/ এআর
বিষয়: চাঁপাইনবাবগঞ্জ রেফ্রিজারেটরে
আপনার মূল্যবান মতামত দিন: