উপ-নির্বাচন
শপথগ্রহণ করলো দেবীনগর ইউপি চেয়ারম্যান

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয় মো. আব্দুর রহিম বিশ্বাস। আজ বুধবার দুপুরে তিনি শপথগ্রহণ করেন। আগের চেয়ারম্যানের মৃত্যুতে পদটি শুন্য হওয়ায় পুনরায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
তাকে শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক।
সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়’র ফেসবুক পেজ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে, চলতি বছরের ৪ ফেব্রয়ারি ওই ইউপির চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মারা যান। তার মৃত্যুতে চেয়ারম্যান পদটি শুন্য হয়ে পড়ে। পরে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয় আব্দুর রহিম বিশ্বাস।
২৫ জুলাই উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের প্রার্থী আবদুর রহিম বিশ্বাস নৌকা প্রতীকে ৬ হাজার ৩৬১ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা আ ক ম সাহেদুল আলম বিশ্বাস আনারস প্রতীকে পান ৪ হাজার ৮৮৭ ভোট।
আরপি/এসআর
আপনার মূল্যবান মতামত দিন: