রাজশাহী শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২২শে চৈত্র ১৪৩১

ভোলাহাটে ধান কাটা অবস্থায় কৃষকের মৃত্যু


প্রকাশিত:
১৭ মে ২০২০ ২২:২৫

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ০৭:০৭

মৃত রমিজ উদ্দিন

ভোলাহাটে উপজেলার বাহাদুরগঞ্জ গ্রামে ধান কাটা অবস্থায় রমিজ(৫০) উদ্দিন নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

গতকাল ১৬মে শনিবার সকালে জমিতে থান কাটা অবস্থায় মারা যান। মৃত রমিজ একই গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সোলগাড়ী বিলে একই গ্রামের আব্দুল মতিনের ছেলে আব্দুল মালেকের জমিতে কৃষি শ্রমিক হিসেবে ধান কাটতে যায়।ধান কাটা অবস্থায় রমিজ হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে সাথে সাথে মারা যায়।তাকে মাঠ থেকে অন্য কৃষি শ্রমিকেরা উদ্ধার করে তার বাড়ী নিয়ে যায়।

 রমিজ ঢাকায় রাজমিস্ত্রীর কাজ করতেন। করোনা পরিস্থিতিতে বাড়ী এসে আটকা পড়লে কর্মহীন হয়ে পড়েন। ফলে ধান কাটার কাজ শুরু করেন। রমিজের ২স্ত্রী গার্মেন্সকর্মী ও ৪ ছেলে মেয়ে লকডাউনে ঢাকায় অবস্থান করছেন। রমিজের মৃত্যুতে তারা কেউ আসতে পারেনি। রমিজের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে বলে জানা যায়।

 

 

আরপি/এমএইচ


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:

Top