রাজশাহী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জে

শিবগঞ্জের ১২টি ইউনিয়নে খাবার দিলেন উপজেলা চেয়ারম্যান


প্রকাশিত:
৭ মে ২০২০ ০৩:০৬

আপডেট:
২৫ এপ্রিল ২০২৪ ১৬:৫১

খাদ্যসামগ্রী বিতরণ করছেন উপজেলা  চেয়ারম্যান


করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় খেটে খাওয়া মানুষের দূর্ভোগ লাঘবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ১২ টি ইউনিয়নে কর্মহীন ৪ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (৬ মে) বেলা সাড়ে ১১টায় উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের শাহাবাজপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় জিকে ফাউন্ডেশনের অর্থায়নে প্রত্যেক পরিবারের মাঝে চাল, ডাল, আলু, তেল ও লবণসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম।

খাদ্য সামগ্রী বিতরণে অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু আহমেদ নজমুল কবির মুক্তা, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খাঁন, মোবারকপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তোহুর মিয়া, উজিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দুরুল হোদা, ছত্রাজিতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব গোলাম রাব্বানী ছবি, শাহাবাজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তোসিকুল ইসলাম টিসু, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি রিজভী আলম রানা, সাধারণ সম্পাদক আসিফ আহসানসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর, উজিরপুর, পাঁকা, ছত্রাজিতপুর, নয়ালাভাঙা, ঘোড়াপাখিয়া, দাইপুখুরিয়া, কানসাট, মোবারকপুর, ধাইনগর, চককীর্তি ইউনিয়নের কর্মহীন খেটে খাওয়া পরিবারে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

এছাড়াও করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যহত থাকবে বলে জানিয়েছেন শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম।
উল্লেখ্য, খাদ্য সামগ্রীর মধ্যে প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল ও ৫ কেজি আলুসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

 

আরপি/ এআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top