রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জে নতুন সংক্রমণ, একদিনে করোনা শনাক্ত ৫


প্রকাশিত:
২১ এপ্রিল ২০২০ ০৩:১৭

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৩:৪৭

প্রতীকী ছবি

রাজশাহীতে একদিনে আবারো ৫ জনের কারোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজশাহীতে তিনজন, চাঁপাইনবাবগঞ্জে ও জয়পুরহাটে একজন করে সংক্রমণ হয়েছে। তবে চাঁপাইনবাবগঞ্জে প্রথম সংক্রমন হলো করোনার। সোমবার রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে পরীক্ষা শেষে মোট ৫ জন করোনা আক্রান্ত রোগী ধরা পড়ে। এদিন ৯৪ জনের পরীক্ষা করা হয়।

সোমবার যাদের করোনা সংক্রমণ ধরা পড়ে তাদের মধ্যে রাজশাহীর বাঘার আক্রান্ত ব্যক্তির বয়স (৮০), পুঠিয়ায় আক্রান্ত দুই নারীর বয়স (২৫) ও (২৬), চাঁপাইনবাবগঞ্জে আক্রান্ত ব্যক্তির বয়স (৩০) ও জয়পুরহাটের (৩৩)। বাঘার ব্যক্তি রাজশাহী (সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন) আইডি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বাঘা পৌর এলাকার গাওপাড়া গ্রামের বাসিন্দা।

আরোও পড়ুন: রাজশাহীর পুঠিয়ায় আরো করোনা শনাক্ত ২, মোট আক্রান্ত ৫

তার দুই ছেলে ঢাকায় থাকেন। গত কয়েকদিন আগে তারা বাসায় ফেরেন। এছাড়াও ওই বৃদ্ধ ফেরি করে ঝাড়ু বিক্রি করেন।

চাঁপাইনবাবগঞ্জের যুবক নারায়নগঞ্জ কোর্টের এমএলএস ছিলেন। রাজশাহী বিভাগের ৮ জেলায় এখন পর্যন্ত শুধু নাটোর ছাড়া বাকি সাত জেলায় করোন সংক্রমণ দেখা দিল।

এর আগে রাজশাহীর পুঠিয়া, মোহনপুর ও বাগমারায় মোট পাঁচজনের করোনা সংক্রমণ দেখা দেয়।

আজ সোমবারসহ পুঠিয়ায় এ নিয়ে মোট সংখ্যা দাঁড়ালো পাঁচজন। এর বাইরে জয়পুরহাটে দুইজন, নওগাঁয় একজন বগুড়ায় একজন, পাবনায় দুইজন ও সিরাজগঞ্জে একজন করে করোনার রোগী ধরা পড়ে।

 

আরপি/এমএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top