রাজশাহী শনিবার, ৫ই এপ্রিল ২০২৫, ২৩শে চৈত্র ১৪৩১

ভোলাহাটে ঢাকা থেকে মানুষ আসছে রাতের আঁধারে


প্রকাশিত:
১০ এপ্রিল ২০২০ ০১:৪৬

আপডেট:
৫ এপ্রিল ২০২৫ ২০:১৯

প্রতীকি ছবি


করোনা ভাইরাসে পৃথিবী এখন মৃত্যুপুরী। বাংলাদেশে দিন দিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাস সংক্রমণরোধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। ইতোমধ্যে সরকারি-বেসরকারি অফিস আদালত বন্ধ কওে দেওয়া হয়েছে। সরকারি নির্দেশ অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলা, সামাজিক দূরুত্ব বজায় রাখা, গনজমায়েত না করা, হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা, হাট বাজার বন্ধ রাখার জন্য প্রচার-প্রচারনা চালাছে। বন্ধ করে দেয়া হয়েছে সকল প্রকার গণপরিবহন।

তারপরেও সরকারি নির্দেশ অমান্য করে রাতের আঁধারে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বাইরে থাকা মানুষজন উপজেলায় ঢুকছেন। সচেতনমহল ও প্রত্যক্ষদর্শীরা জানান, অতি মূনাফার লোভে কিছু এ্যাম্বুলেন্স, মাইক্রোবাস, প্রাইভেটকার, মিনিট্রাকে দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন কৌশলে মানুষ নিয়ে আসছে ভোলাহাটে। এতে করোনা ভাইরাস সংক্রমিত হওয়ার আশংকা করছেন সচেতনমহল।

উপজেলা প্রশাসন এসব অসাধু গাড়ি চালকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। তারপরেও ঢাকায় থাকা অনেক লোক প্রতিদিনই আসছে। তাদেরকে স্থানীয় প্রশাসন হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার জন্য জিজ্ঞাসা করলে তারা মিথ্যে তথ্য দিয়ে হোম কোয়ারেন্টাইন না করে বিভিন্ন স্থানে ছুটাছুটি করছেন। এতে করোন ভাইরাস সংক্রমিত হওয়ার আতংকে আছে এলাকাবাসী। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবী করেছেন সচেতনমহল।

 

আরপি/ এএন



আপনার মূল্যবান মতামত দিন:

Top