রাজশাহী সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৭ই বৈশাখ ১৪৩১

ভোলাহাটে সংক্ষিপ্ত পরিসরে স্বাধীনতা দিবস পালিত


প্রকাশিত:
২৭ মার্চ ২০২০ ০৩:৫৪

আপডেট:
২৭ মার্চ ২০২০ ০৩:৫৫

ভোলাহাটে জাতীয় পতাকা উত্তোলন করছেন ইউএনও, উপজেলা চেয়ারম্যান ও পাশে থানার ওসি



করোনা ভাইরাস প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সরকারি নির্দেশনা অনুযায়ী জাতীয় দিবস ও স্বাধীনতা দিবস সংক্ষিপ্ত পরিসরে পালিত হয়েছে। বৃহস্পতিবার দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে ২১ বার তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন ও দোয়া অনুষ্ঠিত হয়।

এসকল কার্যক্রমে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখা হয়। এছাড়াও মাস্ক পরিধানপূর্বক স্বল্পসংখ্যক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিন সূর্যোদয়ের সাথে সাথে ২১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু করা হয়। পরে সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কেন্দ্রীয় সমুন্নত স্মৃতিসৌধের সম্মুখে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

জাতীয় পতাকা উত্তোলনা করেন উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল আলম। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রাব্বুল হোসেন ও থানার অফিসার ইনর্চাজ (ওসি) নাসিরউদ্দিন মন্ডল।

পরে বিশেষ দোয়া পরিচালনা করেন উপজেলার গোহালবাড়ী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মনিরুল ইসলাম।

 

আরপি/ এএন



আপনার মূল্যবান মতামত দিন:

Top