চাঁপাইনবাবগঞ্জে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং লিডার গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে নিয়মিত ছিনতাই, চাঁদাবাজি ও মোবাইল চুরির ঘটনায় কিশোর গ্যাং বিরোধী অভিযান পরিচালনা করে একজন কিশোর গ্যাং লিডারকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা।
সোমবার (১১ সেপ্টেম্বর) দিনগত রাতে জেলা সদর হাসপাতাল এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কিশোর গ্যাং লিডার চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১৫ নং ওয়ার্ড মসজিদ পাড়া মহল্লার সনুর ছেলে রাহিমুল ইসলাম রাহিম (২৫)।
আরও পড়ুন: রাজশাহী অঞ্চলে তাপপ্রবাহ কমে বৃষ্টির আভাস
এ বিষয়ে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের মিডিয়া উইং থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নানা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এলাকায় শোডাউন দেয়ার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল সোমবার দিবাগত গভীর রাত সোয়া ১২ টায় মঙ্গলবার জেলা সদর হাসপাতালের রজনীগন্ধা বিল্ডিং কোয়ার্টারের সামনে অভিযান পরিচালনা করে ক্ষুর, হেরোইন, গাঁজা, কলকি ও গ্যাসলাইটার সহ রাহিমকে গ্রেফতার করতে সক্ষম হয়। তার নামে পূর্বে একটি মামলা রয়েছে বলে জানান অধিনায়ক।
পরে রাহিমকে নবাবগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়েছে।
আরপি/এসআর-০৭
বিষয়: র্যাব-৫
আপনার মূল্যবান মতামত দিন: