রাজশাহী মঙ্গলবার, ৩০শে মে ২০২৩, ১৬ই জ্যৈষ্ঠ ১৪৩০

চাঁপাইনবাবগঞ্জে দিনেদুপুরে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা


প্রকাশিত:
১৪ এপ্রিল ২০২৩ ০৫:০৮

আপডেট:
৩০ মে ২০২৩ ০০:২৯

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আলম ঝাপড়া(৫০) নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুর ১ টা ২০ মিনিটের দিকে উপজেলার নয়ালাভাঙ্গা সুন্দরপুর বাবুপুর মোড়ে ঘটনা ঘটে।

নিহত ইউপি সদস্য নয়ালাভাঙ্গা ইউনিয়নের সুন্দরপুর এলাকার আবুল ঝাপড়ার ছেলে ও নয়ালাভাঙ্গা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য।

নিহতের চাচাতো ভাই কুতুবউদ্দিন বলেন, নয়ালাভাঙ্গা সুন্দরপুর বাবুপুর মোড়ে দুপুর ১ টা ২০ মিনিটের দিগে ৭-৮ জন দূর্বিতরা এসে আমার চাচাতো ভাই আলম ঝাপড়াকে কুপাতে থাকে। এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়েন এই ইউপি সদস্য। পরে তারা পলিয়ে গেলে এলাকাবাসী উদ্ধার করে তাকে হাসপাতালে পাঠায়।

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের ইমারজেন্সি ইনচার্জ আনোয়ার রফিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুর আড়াইটার দিকে ইউপি সদস্যকে হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু হাসপাতালে আসার আগেই মারা গেছেন তিনি। হাসুয়ার কোপে তার মাথায় রক্তাক্ত হয়েছিল। ডান হাতে ও মাথায় কোপগুলো দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে শিবগঞ্জ থানার ডিউটি অফিসার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তিরিত তদন্ত সাপেক্ষে পরে জানানো হবে। 

 

 

আরপি/এসআর-০৫


বিষয়: হত্যা


আপনার মূল্যবান মতামত দিন:

Top