‘যতই অত্যাচার করুক আমি ওসিকেই বিয়ে করব’
সদ্য বহিষ্কৃত চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজার শাস্তির দাবিতে এবং এক নারী উদ্যোক্তাকে হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ এপ্রিল) দুপুরে গ্রামবাসীর আয়োজনে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের খলসী বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, স্থানীয় এক নারী উদ্যোক্তার সাথে পরকীয়ায় জড়ানোর অভিযোগে থানায় অপ্রীতিকর ঘটনা কেন্দ্র করে বরখাস্ত হয়েছেন ওসি সেলিম রেজা। এ ঘটনাকে ধামাচাপা দিতেই ওসি তার লোকজন দিয়ে ওই নারীকে হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছেন। এছাড়াও তার নামে নানরকম কুৎসা প্রচার করছে। তাই এর প্রতিবাদ জানিয়ে তদন্ত সাপেক্ষে ওসির বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান বক্তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য লোকমান আলী, খলসী গ্রামের বাসিন্দা মনিরুল ইসলাম, মেসবাউল হক বাবু, তারেক, আশরাফুল ইসলামসহ বিভিন্ন শ্রেণীপেশার নারী-পুরুষ। এর আগে গত ২৩ মার্চ ওসি সেলিম রেজাকে বিয়ের দাবিতে সংবাদ সম্মেলন করেন ওই নারী উদ্যোক্তা।।
ভোলাহাট থানার বহিষ্কৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজার বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগকারী নারী উদ্যোক্তা বলেন, ওসি আমাকে বিয়ে করবে না তাই টালবাহানা করছে।
গত ২৩ মার্চ ওসির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছিলাম। এতে ক্ষিপ্ত হয়ে ওসি তার লোকজন দিয়ে আমাকে বিভিন্নভাবে হয়রানি করছে এবং তার কিছু গুন্ডাবাহিনী আমাকে তুলে নিয়ে যাবে বলছে। ওসি আমার উপর যতই অত্যাচার করুক না কেন। আমি তাকেই বিয়ে করব। তাকে ছাড়া কোনদিন কাউকে বিয়ে করব না। ওসিকে আমি খুব ভালবাসি।
তবে অভিযোগ অস্বীকার করে ওসি সেলিম রেজা জানান, আমি অনেক দূরে অবস্থান করছি। এসবের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।
এর আগে ২৩ মার্চ চাঁপাইনবাবগঞ্জ শহরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে করে ভোলাহাট থানার সাময়িক বহিষ্কৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা চৌধুরীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেন ওই নারী।
আরপি/এসআর-১০
বিষয়: বিয়ে চাঁপাইনবাবগঞ্জ
আপনার মূল্যবান মতামত দিন: